স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর।। তেলিয়ামুড়া ব্লকভিত্তিক সুুশাসন শিবির আজ ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ এর উদ্বোধন করে বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন, রাজ্যের প্রতিটি ঘরে সরকারের বিভিন্ন প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য৷
বিগত সরকারের আমলে প্রক’ত সুুবিধাভোগীরা বিভিন্নভাবে বি’ত হতেন৷ এই সরকারের সময়ে ধর্ম, বর্ণ, রাজনীতির উর্ধে উঠে সকলকে সরকারি বিভিন্ন সুুযোগ সুুবিধা দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, আত্মনির্ভর, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার পাশাপাশি মানুষকে সুুশাসন দেওয়ার লক্ষ্যে এই সরকার বদ্ধপরিকর৷ আজকের এই অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন বিধায়ক ডা. অতুল দেববর্মা৷
শিবিরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ২১টি স্টল খোলা হয়৷ বন দপ্তর থেকে ৪০ জনকে বিভিন্ন গাছের বীজ, মৎস্য দপ্তর থেকে ২৪ জনকে মাছের পোনা ও কনি জাল, কষি দপ্তর থেকে ৬০ জনকে ক’ষি সামগ্রী, ১০ জন দিব্যাঙ্গজনকে হুইল চেয়ার এবং ১০ জনকে চলন সামগ্রী দেওয়া হয়৷ তাছাড়াও শিবিরে জল জীবন মিশনে ৫৭ জন, আধার কার্ড পাওয়ার জন্য ২৫ জন, পিআরটিসি, ইনকাম, এসসি, এসটি ইত্যাদি পাওয়ার জন্য ১৫০ জনের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়৷
আজকের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া বিএসি-র চেয়ারম্যান ভি রাঙ্খল, তেলিয়ামুড়া প’ায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, ভাইস চেয়ারম্যান অপু গোপ, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী ও বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ৷