রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১ লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছে : জেনারেল মার্ক মিলে

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১ লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছে। ইউক্রেনেরও একই পরিমাণ সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের অন্তত ৪০ হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা দ্য ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কের এক অনুষ্ঠানে বুধবার তিনি এক কথা বলেন।

খবর এসোসিয়েটেড প্রেস (এপি)। মার্ক মিলে বলেন, ‘আপনারা দেখছেন, ইউক্রেনে এক লাখের বেশি রুশ সেনা নিহত অথবা আহত হয়েছেন। ইউক্রেনের দিকের হতাহতের সংখ্যাটাও সম্ভবত একই।’ এছাড়া ইউক্রেনের অন্তত ৪০ হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছে বলেও জানান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য গতকালই পাওয়া গেল।

মার্ক মিলে আরও বলেন, যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। রাশিয়া বা ইউক্রেন কারও পক্ষেই এই যুদ্ধে সামরিক বিজয় অর্জন সম্ভব নাও হতে পারে। মার্ক মিলে বলেন, প্রকৃত অর্থে সামরিক উপায়ে যে বিজয় অর্জন সম্ভব নাও হতে পারে, বিষয়টি সব পক্ষের বুঝতে হবে। তাই যুদ্ধের অবসানে অন্য উপায় অবলম্বন করতে হবে। মার্ক মিলে বলেন, ‘এখানে…একটি সুযোগ আছে, আলোচনার একটি সুযোগ আছে।’ সম্প্রতি খবর বেরিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনীয় নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। এমনকি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা চলছে বলেও খবর বেরিয়েছে। প্রসঙ্গত, ১৯৭৯-৮৯ সালের আফগান যুদ্ধে সোভিয়েত রাশিয়ার মাত্র ১৫ হাজার সেনা নিহত হয়েছিল। সে যুদ্ধেও রাশিয়া হেরে গিয়েছিল। সে তুলনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি অনেক বেশি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?