ইউক্রেনের খেরসন নগরী থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। ইউক্রেনের খেরসন নগরী থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে এই একটি মাত্র শহর ভ্লাদিমির পুতিনের সৈন্যদের দখলে রয়েছে। খবর আলজাজিরার।

গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী শহরটির দিকে অগ্রসর হওয়ার পর গত বুধবার রাশিয়া থেকে এই ঘোষণা আসে। এর ফলে যুদ্ধেরে রণকৌশল পরিবর্তনের একটি সম্ভাব্য ইঙ্গিত দেয়। জেনারেল সেরগেই সুরোভিকিন টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, পর‌্যাপ্ত রসদ ও জনবল না থাকায় খেরসন শহরে দীর্ঘদিন সৈন্য মোতায়েন রাখা সম্ভব নয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এই মন্তব্যে একমত প্রকাশ করে বলেন, আমি আপনার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করছি। সৈন্য প্রত্যাহারের কাজে এগিয়ে যান এবং সৈন্যদের নদীর ওপারে স্থানান্তরে সব রকমের ব্যবস্থা নিন।

খেরসনে রাশিয়ার নিয়োজিত ডেপুটি হেড কিরিল স্ত্রেমাসভ ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানোর এক সপ্তাহ পরেই তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর ঘণ্টাখানেক পরেই রাশিয়া সেখান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?