অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচনী প্রচারে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার হিমাচল প্রদেশের কাংড়ায় একটি নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, অস্থিতিশীলতা, দুর্নীতি ও কেলেঙ্কারির নিশ্চয়তা কংগ্রেস।
প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেস কখনই হিমাচল প্রদেশকে স্থিতিশীল সরকার দিতে পারবে না এবং তাঁরা সেটা চায়ও না, কংগ্রেসের মাত্র দু’টি রাজ্যে বাকি রয়েছে, রাজস্থান এবং ছত্তিশগড়, এই দু’টি রাজ্য থেকে উন্নয়নের কোনও খবর পাওয়া যায় না।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “কাংড়া হল ‘শক্তিপীঠের’ ভূমি। ভারতের বিশ্বাস এবং আধ্যাত্মিকতার তীর্থস্থান। বৈজনাথ থেকে কাঠগড়, এই ভূমিতে, বাবা ভোলের অসীম কৃপা সর্বদা আমাদের সঙ্গে রয়েছে। বর্তমানে হিমাচল প্রদেশের একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকারের প্রয়োজন। যখন হিমাচল প্রদেশে একটি শক্তিশালী সরকার এবং দ্বিগুণ ইঞ্জিন শক্তি থাকবে, তখন সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করবে এবং নতুন উচ্চতা অর্জন করবে।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, এবার উত্তরাখণ্ডের জনগণও পুরনো ঐতিহ্য পাল্টে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। উত্তর প্রদেশেও ৪০ বছর এমনটা ঘটেছে, যখন একটি দল আবারও জিতেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছেন।
মণিপুরেও আবার বিজেপি সরকার এসেছে। মোদীর কথায়, ভবিষ্যৎ এখন ৫জি-র। হিমাচলের তরুণ প্রজন্ম এবং হিমাচলের জনগণের জীবন ৫জি-র মাধ্যমে বদলে যাবে। এর মাধ্যমে প্রত্যন্ত বিদ্যালয়ের শিক্ষাও শহরের মতো হয়ে যাবে।