নতুন বছরের শুরুতেই পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। আগামী বছরের শুরুতেই পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব । দেশটির পর্যটন মন্ত্রক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে বলেই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ।করোনাভাইরাস ঠেকাতে সৌদি সরকারের কঠোর পদক্ষেপের মধ্যে গত কয়েক মাস ধরে পর্যটন ভিসা স্থগিত রাখা হয়। তবে এর মধ্যেও পর্যটন মন্ত্রক এই ক্ষেত্রকে চাঙ্গা করতে তৎপর । একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে সৌদি আরবের পর্যটন প্রধান আহমেদ আল খাতিব বলেন, এখন পর্যন্ত পর্যটন ভিসার জন্য আগামী বছরের শুরুর দিকটি নিয়ে আমরা আলোচনা করছি।

যদি পরিস্থিতি আরও ভালো হয় কিংবা টিকা নিয়ে ইতিবাচক উন্নয়নের খবর আসে, তবে তা আমরা দ্রুতই করে ফেলব। তিনি বলেন, করোনায় পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের তা ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এখন গ্রীষ্মে ঘরোয়া পর্যটনের দিকে নজর দেয়া হবে, যা বড় আঘাত থেকে সৌদি অর্থনীতিকে রক্ষা করতে পারবে।

উল্লেখ্য, সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী সংস্কার কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে পর্যটন। মূলত তেলের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত । যার জন্য ৪৯ দেশের জন্য নতুন ভিসা পদ্ধতি চালু করার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে বিদেশি পর্যটকদের জন্য নিজের দরজা খুলে দিয়েছে দেশটি। ২০২০ সালের মধ্যে মোট জাতীয় উৎপদনের ১০ শতাংশ এই খাত থেকে আনতে চাইছে সৌদি আরব ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?