৪৫ বলে আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। রবিবাসরীয় শারজায় মায়াঙ্ক ম্যাজিক । ১৩ আইপিএলে এদিন মাত্র ৪৫ বলে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ।এদিন টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ। আর এই ম্যাচের শুরু থেকেই রাজস্থানের পেসার ও স্পিনারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন মায়াঙ্ক আগরওয়াল । জয়দেব উনাদকাট থেকে হোফ্রা আর্চার, কাউকেই রেয়াত করল না তরুণ তুর্কির ব্যাট। ৫০ বলে তাঁর ১০৬ রানের চোখ ধাঁধানো ইনিংসটি সাজানো ছিল ৭টি ছক্কা ও ১০টি বাউন্ডারি দিয়ে। ১৭ ওভারের শেষে গিয়ে পাঞ্জাবের প্রথম উইকেটটি ফেলতে সক্ষম হলেন টম কুরান।চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা পার্টনারশিপ (১৮৩) গড়লেন রাহুল ও মায়াঙ্ক।

বিরাট কোহলির আরসিবির পর এদিনও একই ছন্দে ধরা দিলেন ক্যাপ্টেন কেএল রাহুল । যদিও গত ম্যাচের মতো এদিন সেঞ্চুরি এল না তাঁর থেকে। তবে দলকে জয়ের ভিত তৈরি করেই ৫৪ বলে ৬৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের ১০৬ রান, কে এল রাহুলের ৬৯ রানের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান তুলল কিংস ইলেভন পঞ্জাব। দুই ওপেনারের সৌজন্যেই রানের পাহাড়ের সামনে পড়তে হল রাজস্থানকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?