আসামে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৯,১১০

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। গত ২৪ ঘণ্টায় ২৫,৮৩১ জনের টেস্টের পর নতুন ১,৭৩৬ জন কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে রাজ্যে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৯,১১০। পাশাপাশি গত রাত পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৩ জন। তাঁদের নিয়ে মৃতের সংখ্যা ৬৩৮ জনে বৃদ্ধি পেয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে করোনায় সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছেন ১,৫৯৫ জন। তাঁদের নিয়ে মোট ১,৩৮,৩০৭ জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে। অবশ্য এখনও সক্রিয় রয়েছেন ৩০,১৬২ জন রোগী।

বিভিন্ন হাসতপাতালে তাঁদের চিকিৎসা চলছে।গতকাল রাতে পর পর তিনটি টুইট আপডেটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই তথ্য দিয়ে জানিয়েছেন, ২৫,৮৩১ জনের কোভিড টেস্টে নতুন ১,৭৩৬ জনের দেহে পজিটিভ ধরা পড়েছে। টেস্টের তুলনায় পজিটিভের হার কমে হয়েছে ৬.৭২ শতাংশ। পজিটিভদের মধ্যে সর্বাধিক কামরূপ মহানগর জেলার ৩৯৭ জন, যোরহাটের ১৪৫ জন এবং ডিব্ৰুগড় জেলার ১৩০ জনকে শনাক্ত করা হয়েছে।এদিকে গতকাল সারাদিনে করোনায় সংক্রমিত হষ়ে মৃত্যুবরণকারী আরও তেরোজনের নাম প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা।

তাঁরা করিমগঞ্জের শামিম খালেদ (৪৩), শিবসাগরের দুজন রাজীব আহমেদ (৪৮) ও গন্ধেশ্বর বরা (৭৬), ধেমাজির সারদা ছেত্রি (৩০), হোজাইর ধৃতিমান পাল (৪৮), গোলাঘাটের তিনজন যথাক্রমে বৈশাখী কালিন্দি (৬৫), কর্ণ তাঁতি (৭৩) ও অমলজ্যোতি বরা (৫২), যোরহাটের দুজন সরুকন শইকিয়া (৭৫) ও বীরেন বরা (৬৬), ওদালগুড়ির রঞ্জিত শইকিয়া (৬৫), শোণিতপুরের আগবি সোরেন (৫৫) এবং নগাঁওয়ের রজনী বরা (৬০)। নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে তাঁদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?