স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ফার্মাসিস্টরা অন্যান্য যেকোনও মেডিক্যাল ফ্যাকাল্টির চেয়ে কোনও অংশে কম নয়। রোগীদের চিকিৎসা পরিষেবায় চিকিৎসক, নার্সদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুক্ত অন্যান্য সহযোগীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন।
আজ আগরতলার রিজিওন্যাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি (রিপস্যাট) আয়োজিত ১২তম বিশ্ব ফার্মাসিস্টস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
অনুষ্ঠানে বিশ্ব ফার্মাসিস্টস দিবসের অঙ্গ হিসেবে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, বিশ্ব ফার্মাসিস্টস দিবসের এবছরের ভাবনা হল ‘ফার্মাসি ইউনাইটেড ইন অ্যাকশন ফর এ হেলদিয়ার ওয়ার্ল্ড’।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রিপস্যাট প্রতিষ্ঠানে বর্তমানে ত্রিপুরা ছাড়াও বাইরের রাজ্যের ছাত্রছাত্রীরা ফার্মাসির বিভিন্ন কোর্সে শিক্ষাগ্রহণের জন্য এরাজ্যে আসেন। আগে ফার্মাসির বিভিন্ন কোর্স করার জন্য এরাজ্যের ছাত্রছাত্রীদের বহিরাজ্যে যেতে হত। মুখ্যমন্ত্রী বলেন, রিপস্যাটে প্রয়োজনীয় ফ্যাকাল্টি ও অন্যান্য শূন্য পদগুলি পূরণে সহসাই ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গক্রমে তিনি ছাত্রছাত্রীদের দক্ষতা এবং তাদের পূর্ণ বিকাশে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করেন। রাজ্যে রিপস্যাট পড়ুয়ারা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের সুনামের পাশাপাশি রাজ্যের নামও উজ্জ্বল করবে বলে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডা. দেবাশিষ বসু, মেডিক্যাল এডুকেশন ডিরেক্টর প্রফেসর চিন্ময় বিশ্বাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা, ব্যাঙ্গালোরের আল আমিন কলেজ অব ফার্মাসির অধ্যক্ষ প্রফেসর মহ: সালাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলার রিপস্যাটের অধ্যক্ষ প্রফেসর (ডা.) শুভকান্ত দাশ।