স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে একটি মেডিক্যাল হাব তৈরী করতে চাইছে। খুব শীঘ্রই রাজ্যে একটি ডেন্টাল কলেজও শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে গতকাল ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল রাজ্য সফর করেছেন।
আজ সন্ধ্যায় আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেএলএস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এজিএমসি হচ্ছে এ রাজ্যের প্রধান চিকিৎসা পরিষেবা কেন্দ্র।
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে কোন অংশেই খাটো করে দেখার অবকাশ নেই। রাজ্য সরকার এই কলেজের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই কলেজ হাসপাতালে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু তা মানুষের কাছে যথাযথভাবে প্রচার হচ্ছে না।
মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে আর্ট অফ এক্সিলেন্স হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য ছাত্রছাত্রী, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু বই পোকা হলে চলবে না। অলরাউন্ডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, চিকিৎসকদের সমাজে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তারাই মানুষের জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেই এখন উন্নতমানের চিকিৎসা হচ্ছে। আমরা এখন সুপার স্পেশালিটির দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা সম্প্রসারিত হয়েছে।
মুখ্যমন্ত্রী ডা. সাহা আগামী প্রজন্মের চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ননমেডিক্যাল স্টাফদের দায়িত্বের কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী এজিএমসি’র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ও সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব ড. দেবাশিষ বসু, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. চিনায় বিশ্বাস, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. সঞ্জীব দেববর্মা, আগরতলা সরাকরি মেডিক্যাল কলেজের অধ্যক্ষা ডা. মঞ্জুশ্রী রায়। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. তপন মজুমদার।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কৃতি মেডিক্যাল পড়ুয়াদের মেরিট এওয়ার্ড প্রদান করা হয়। এজিএমসি’র ছাত্রছাত্রীরা সাংস্করতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ১লা আগস্ট আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা হয়।