অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। চাকরির টোপ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই রেলকর্মীর বিরুদ্ধে। এদের মধ্যে একজন রেলের পদস্থ আধিকারিক। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই রেল আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। আরও এক রেল কর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোপাল রেল স্টেশনে। বছর বাইশের ওই ধর্ষিতা তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, ফেসবুকে রাজেশ তিওয়ারি নামে একজন রেলকর্মীর সঙ্গে তাঁর আলাপ হয়। বেশ কিছুদিন কথা বার্তার পর রাজেশ তাঁকে চাকরি করে দেওয়ার প্রস্তাব দেন।
চাকরির জন্য রাজেশ তাঁকে ভোপাল স্টেশনে আসতে বলেন। শনিবার তিনি ভোপাল স্টেশনে এলে রাজেশবাবু তাঁকে পশ্চিম-মধ্য রেলের এক অফিসে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও একজন হাজির ছিলেন। সেখানে তাঁকে ঠান্ডা পানীয় দেওয়া হয়। ওই পানীয় খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান। এরপর অজ্ঞান অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। রাজেশ এবং অপর একজন কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই তরুণী।হিতেশ চৌধুরী নামে ভোপালের এক পুলিশকর্তা জানিয়েছেন, মূল অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করা হয়েছে।
অপর এক কর্মীকে আটক করা হয়েছে। ওই তরুণী সনাক্ত করলে তাকেও গ্রেফতার করা হবে। রবিবার ওই তরুণীর মেডিকেল পরীক্ষা হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট এলেই জানা যাবে ওই তরুণী ধর্ষিত হয়েছিলেন কিনা। পুলিশ অফিসার হিতেশ চৌধুরী আরও জানিয়েছেন, রাজেশ তিওয়ারি ভোপাল ডিভিশনের সিকিউরিটি কাউন্সিলের ডিজাস্টার ম্যানেজমেন্টের ইনচার্জ-এর দায়িত্বে রয়েছেন। তবে রাজেশ চৌধুরীর গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত ভোপাল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।