স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৭ সেপ্টেম্বর।। বিলোনিয়া বড়পাথরী বাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই জন সংবাদ কর্মী । আক্রমনকারী চার জনের বিরুদ্ধে পিআরবাড়ি থানাতে মামলা দায়ের করার আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও শাসক দলের কর্মী হওয়ার সুবাদে , তাদেরকে গ্ৰেপ্তার করার সাহস দেখাতে পারছে না । কিন্ত স্থানীয় শাসক দলের নেতৃত্বরা সাংবাদিকদের মারধরের ঘটনাকে আস্কারা দিয়ে , আক্রমনকারী দের বাঁচাতে উঠে পড়ে লেগেছে । এমনকি আক্রান্ত দুই জন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে পাল্টা মামলা করে আক্রমনকারির শাসকদলের বাইক বাহিনীরা । আক্রান্ত দুই জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা নিয়ে বিলোনিয়াতে হাসির রোল সৃষ্টি হয়েছে । স্থানীয় শাসক দলের মদতে এই ধরনের পাল্টা মামলার ফলে ব্যাকফুটে চলে গেছে শাসক দল।
গত শুক্রবার দুপুরে সাংবাদিক আক্রান্ত হওয়ার পরই স্থানীয় সাংবাদিকের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলা শাসক , মহকুমা শাসক , মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে , দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানায় । দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন মহকুমা শাসক থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারীক । কিন্তু আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত করার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার আবারো স্থানীয় কর্মরত সাংবাদিকের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার জৈল সিং মিনার সাথে ।
সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দেখা করে আলোচনা করেন । জেলার পুলিশ সুপার সেই দিনের ঘটনার বৃত্তান্ত শুনেন আক্রান্ত দুই সাংবাদিক দের মুখ থেকে । ঘটনায় বৃত্তান্ত শুনার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন ।