স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ব্রু সংগ্রমা মথহ নামে দক্ষিণ ত্রিপুরা বীরচন্দ্র মনু ভিত্তিক একটি ধর্মীয় সংস্হা রিয়াং জনজাতি কাস্টমারি ল প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করে চলেছে। ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের উদ্যোগে যখন রিয়াং সমাজের কাস্টমার ল প্রণয়ন প্রক্রিয়া চলছে, সেই সময়ে সরকারি প্রক্রিয়াকে বানচাল করার লক্ষে ব্রু সংগ্রমা মথহ সংগঠনের সাধারণ সম্পাদক খানারাম রিয়াং তার সঙ্গপাঙ্গ দের নিয়ে তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। খানারাম রিয়াং শাসক দলের জনজাতি বিধায়ককে বিভিন্ন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে মনগড়া ভাবে সংকলিত রিয়াং সম্প্রদায়ের কাস্টমারী ল বই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। আসলে রিয়াং জনজাতির স্বঘোষিত সামাজিক এবং ধর্মীয় নেতা খানারাম রিয়াং রাজ্যের বিভিন্ন রিয়াং অধ্যুষিত এলাকাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার নামে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
যা কাসকাউ -রায় পরিষদ এবং ব্রু সোসিও কালচারেল অর্গানাইজেশন যৌথভাবে তীব্র নিন্দা জানায়। রবিবার মালঞ্চবাসে ব্রু মথহ এবং ব্রু সোসিও কালচারেল অর্গানাইজেশন কতৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ব্রু রায় পরিষদের চেয়ারম্যান পঞ্চরাম রিয়াং। তিনি আরো বলেন, আগরতলায় সংগংমা মথহ নামক ধর্মীয় সংগঠনের নামে প্যাল্যাসকম্পাউন্ডস্থিত আনন্দময়ী আশ্রমের অন্তর্গত রিয়াংদের কুলদেবী সংগংমা মন্দিরের জায়গা বিনিময়ে সমগ্র রিয়াং সম্প্রদায়ের জন্য যে বাস্তু জমি রাজ্য সরকার বরাদ্দ করা হয়েছে তা বাতিল করে রিয়াং জনজাতিদের মধ্যে যারা গরিব ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস এবং বিশ্রামাগার নির্মানের জন্য সেই জমি বরাদ্দ করা হোক বলে দাবি জানান তিনি।
এছাড়াও দাবি জানিয়ে বলেন, মিজোরাম থেকে বিতারিত হয়ে কাঞ্চনপুর ও পানিসাগর মহাকুমায় গত ২৩ বছর যাবৎ অবস্থানরত রিয়াং শরণার্থীদের স্থায়ী সমাধান সরকারিভাবে চুক্তি হয়েছে, সেই ঐতিহাসিক চুক্তিকে বানচাল করার জন্য নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজু কনভেনশন দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র এবং অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এ ধরনের ষড়যন্ত্র নিন্দা দায়ক বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মিজোরামে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের সমস্যা সমাধানের জন্য যে চুক্তিতে হয়েছে তা অতিসত্বর বাস্তবায়িত করা হোক বলে দাবি জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রু দের সমাজপতি কৃপাজয় রিয়াং।