স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে সরকারি চাকুরিতে নিযুক্তির ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানিয়েছে ১০৩২৩ এডক শিক্ষক কর্মচারী সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন।নেতৃবৃন্দ জানান বিগত সরকার চাকরিচ্যুত শিক্ষকদের ক্ষেত্রে যে ভুল করে গেছে বর্তমান সরকার যেন সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর দিতে অনুরোধ জানিয়েছে সংগঠন। চাকরিচ্যুত শিক্ষক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি দৃষ্টিভঙ্গি নিয়ে অবিলম্বে তাদের নিযুক্তির ব্যবস্থা করতে আর্জি জানানো হয়েছে।
অবিলম্বে তাদেরকে চাকুরীতে নিযুক্ত করা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও জানানো হয়।তবে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন বর্তমান সরকার যথেষ্ট সহানুভূতির সঙ্গে তাদের প্রত্যেককে সরকারী চাকুরীতে নিযুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।বর্তমান সরকার চাকরিচ্যুত শিক্ষকদের চাকুরীতে নিযুক্তির ব্যবস্থা করলে তারা সরকারের পাশে থাকবে বলে তারা জানিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। চাকুরী হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন চাকুরিচ্যুত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হয়েছেন।ওইসব পরিবারকে সরকারি চাকরি প্রধান এর জন্য তারা দাবি জানিয়েছেন।