পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি অন্তরা সরকার দেব।

সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় পর্যালোচনাক্রমে জিলা পরিষদের বিভিন্ন ফান্ড থেকে অর্থ ব্যয় করে জেলার ব্লকগুলিতে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জিলা পরিষদের সচিব এ বিষয়ে সভায় জানান, চলতি অর্থবর্ষে জিলা পরিষদের দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কারের ফান্ড থেকে পশ্চিম জেলার ৫টি ব্লকের কৃষিকাজের সাথে যুক্ত ৮৫টি স্বনির্ভর দলকে ১টি করে ধানমাড়াইয়ের যন্ত্র দেওয়া হবে। এর মধ্যে ডুকলি ব্লকের ২০টি, পুরাতন আগরতলা ব্লকের ১৪টি, বামুটিয়া ব্লকের ২০টি, মোহনপুর ব্লকের ১৮টি এবং জিরানীয়া ব্লকের ১৩টি স্বনির্ভর দলকে এই যন্ত্রসামগ্রী দেওয়া হবে।

এছাড়া পঞ্চদশ অর্থকমিশনের টাইড ফান্ড থেকে পুরাতন আগরতলা রকের অন্তর্গত খয়েরপুর বাজারে একটি কমিউনিটি শৌচালয়, জিরানীয়া ব্লকের পূর্ব দেবেন্দ্রনগর গ্রামপঞ্চায়েতে একটি আর ও ওয়াটার পিউরিফায়ার এবং ডুকলি ব্লকের ঈশানচন্দ্রনগর পঞ্চায়েতের রাধাকিশোরগঞ্জ হাইস্কুলে একটি পানীয় জলের ট্যাংক নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত সভায় নেওয়া হয়।

পঞ্চদশ অর্থ কমিশনের আন টাইড ফান্ড থেকে অর্থ ব্যয়ে বামুটিয়া ব্লকের ডুগাংগি এসবি স্কুলের সংস্কার করার সিদ্ধান্তও সভায় নেওয়া হয়। এছাড়া জিলা পরিষদের পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে অর্থবায়ে ভর্তুকীতে জেলার ৫টি ব্লকের কৃষকদের মধ্যে ১০০টি পাওয়ার স্প্রেয়ার মেশিন বিতরণের সিদ্ধান্ত ও সভায় নেওয়া হয়।

সভায় পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি জানান, গত জুলাই মাস থেকে রাজ্যে ন্যাশন্যাল সেম্পল সার্ভের ৭৯তম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত পশ্চিম জেলার ১০টি গ্রাম এবং ৮টি নগর এলাকায় সার্ভের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৫ আগস্ট, ২০২২ পর্যন্ত ৩টি গ্রাম ও ৩টি নগর এলাকায় সেম্পল সার্ভে করা হয়েছে।

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের প্রতিনিধি সভায় জানান, ২০২২-২৩ এ ক্ষুদ্রসঞ্চয় প্রকল্পে জেলায় ৫৫১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ১৮৫.৫৮ কোটি টাকা সংগ্রহ হয়েছে। সমবায় সোসাইটির প্রতিনিধিও সভায় জেলার বিভিন্ন ল্যাম্পস, প্যাকসগুলির কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?