আইজিএম হাসপাতাল চত্বর থেকে সন্ধা রাতে বাইক চুরি, পুলিশ নিধিরাম সর্দার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। আইজিএম হাসপাতাল চত্বর থেকে সন্ধা রাতে একটি বাইক চুরি হয়ে গেছে৷ জানা যায় আইজিএম হাসপাতাল চত্বরে বাইকটির রেখে বাইকের মালিক প্রসূতি বিভাগের রোগীকে খাবার দিতে গিয়েছিলেন৷

খাবার দিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি ফিরে এসে লক্ষ্য করেন তার বাইকটি সেখানে নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি বেসরকারি নিরাপত্তাকর্মীদের জানান৷ কিন্তু তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেনি৷ আইসিএম হাসপাতালে সিসি ক্যামেরা দেখে বাইকটি কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়ার কথা বলা হলে বেসরকারি নিরাপত্তাকর্মীরা জানায় সিসি ক্যামেরা নাকি বিকল হয়ে রয়েছে৷

বিষয়টি আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া বাইক উদ্ধারের কোনো সংবাদ নেই৷ পার্কের মালিক জানান রাজধানী আগরতলা শহরের প্রায় সবকটি রাস্তাতেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে৷

আইজিএম হাসপাতালে নিরাপত্তা বলয় থেকে বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার পথে কোন দিক দিয়ে বাইকটি নিয়ে গেছে তা সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা৷ এই সূত্র ধরে অতি সহজেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?