স্টাফ রিপোর্টের, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বিজ্ঞাপন বিভ্রান্তির জন্য ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা স্থগিত করেছে বোর্ড। বোর্ড-র গাফিলতির জন্যই ভুল বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং তাতে ছাত্রছাত্রী ও অভিভাবক-রা হয়রানির শিকার হয়েছেন, সেই দায় মাথা পেতে নিয়েছেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-র চেয়ারম্যান গৌতম চেল। আজ ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
অথচ, বোর্ড-র ওয়েবসাইট-এ পরীক্ষার সূচি ২৫ এবং ২৬ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। স্বাভাবিকভাবেই তারিখ বিভ্রাটে ছাত্রছাত্রী-রা দিশাহীন হয়ে পড়েন। কারণ, অনেকেই দূরদূরান্ত থেকে আসবেন।বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-র নজরে আসতেই তড়িঘড়ি তারা সাংবাদিক সম্মেলন ডেকে পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। গৌতম বাবু বলেন, ত্রিপুরা জয়েন্ট-র পরীক্ষা ২৪ এবং ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত হয়েছিল।
কিন্তু, সিবিএসই বোর্ডের কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী-দের অনুরোধে তারিখ পরিবর্তন করে ২৫ এবং ২৬ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছিল। কিন্তু, এ-সংক্রান্ত ভুল বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি স্বীকার করে নেন, বোর্ডের ভুলেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তার জন্য তিনি ছাত্রছাত্রী এবং অভিভাবক-দের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, পরীক্ষার নতুন সূচি শীগ্রই ঘোষণা দেওয়া হবে। পুরনো এডমিট কার্ড এখন বাতিল করা হয়েছে। নতুন করে এডমিট কার্ড প্রদান করা হবে। তবে, কবে নাগাদ পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই তিনি বলতে পারছেন না।