রাজ্যে নতুন দিশা নামে একটি কর্মসূচী গ্রহণ করেছে শিক্ষা দপ্তর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। সর্বভারতীয় ক্ষেত্রে একটি এপ্রুভাল বোর্ড রয়েছে। রাজ্যে নতুন দিশা নামে একটি কর্মসূচী গ্রহণ করেছে শিক্ষা দপ্তর। এটা এই রাজ্যের শিক্ষার কেন্দ্র বিন্দুতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই নতুন দিশাকে আরো বেশী করে কার্যকর করার জন্য পিএবি রাজ্য সরকারের সমগ্র শিক্ষাতে ৪০০ টি ল্যাপটপ কেনার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার মহাকরণে স্বল্প পরিসরে ল্যাপটপ প্রদান কর্মসূচীর সূচনা করা হয়। এদিন বেশ কয়েক জনের হাতে এই ল্যাপটপ তুলে দেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিমেন্টারি ও উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহেদ, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমা সহ অন্যান্যা। এছাড়া ছিলেন একাডেমিক কো অর্ডিনেটর , আই এস, ডি ই ও, সিবি এস সি স্কুলের প্রতিনিধিরা। নতুন দিশা কর্মসূচীকে সফল করে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয় ৪০০ একাডেমিক লিডার তৈরি করা হবে। তাদের পোস্টিং দেওয়া হবে ব্লক গুলিতে। ঠিক মতো শিক্ষক- শিক্ষিকারা পড়াচ্ছে কিনা , কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা ক্লাসের শেষ বেঞ্চে বসে নজর রাখবে। এই রাজ্যে এন সি ই আর টি-র ক্যারিক্যুলাম চালু করার পর এন সি ই আর টি-র নির্দেশে ৩০ হাজার শিক্ষক- সিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজ্যের জণ্য ইতিহাস রাজ্যের শিক্ষক সিক্ষিকারা এই প্রশিক্ষণে মারাত্মক ভাবে সফলতা লাভ করেছে। এন সি ই আর টি-র ডাইরোক্টেরেটে প্রকাশিত বইয়ে রাজ্যের শিক্ষক- সিক্ষিকাদের এই প্রশিক্ষণের বিষয়ে উল্লেখ করা আছে। সফলতার সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তর এই কাজ শেষ করতে পেরেছে। এর জন্য এন সি ই আর টি- কেন্দ্রীয় সরকারের কাছে বলেছে ত্রিপুরার মডিউল অনুযায়ী গোটা দেশে ৭০ লক্ষ শিক্ষক – শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটা রাজ্যের জণ্য একটা বিরাট পাওনা। বৃহস্পতিবার মহাকরণে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানের সূচনা করে বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।

তিনি আরো বলেন ৪০০ জন একাডেমিক লিডার পাওয়া যায়নি। ১৮৫ জন একাডেমিক লিডার তৈরি করা গেছে। কিন্তু ১৮৫ এর মধ্যে লেপটপ দেওয়ার চিন্তা করা হয় ১৩৫ জনকে। এই ১৩৫ জনের পারফর্মেন্স অত্যন্ত ভাল। বাকী ৫০ জন কাজ করেনি তা নয়। কিন্তু তাদের কাজে সন্তুষ্ট হওয়া যায়নি। আগামী দিনে দেখাতে পারলে তাদেরও এই ল্যাপটপ প্রদান করা হবে। আরো ৩৮০ টা ল্যাপটপের অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় সরকারের ই- পোর্টালের মাধ্যমে টেন্ডার করে এই ল্যাপটপ ক্রয় করা হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। ৪০০ টি ল্যাপটপ ক্রয় করতে সরকারের খবর হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। ল্যাপটপ গুলির গায়ে শিক্ষা দপ্তরের লোগো লাগানো হয়েছে বলে জানান তিনি। কাজের সহায়তার জন্য ল্যাপটপ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। একাডেমিক লিডারদের কোর্ডিনেট করার জন্য রাজ্যে ১৬ জন কোর্ডিনেটার রয়েছে। আই এস রয়েছে ৮৪ জন।

তাদেরকেও ল্যাপটপ প্রদান করা হচ্ছে। এর সঙ্গে এডিসি-র ২৫ জন আই এস – কেও এই ল্যাপটপ প্রদান করা হবে। রাজ্যে ডি ই ও আছে ৮ জন। তাদের কেও দেওয়া হচ্ছে। নতুন করে ২০ টি স্কুল সি বি এস সি-র মাধ্যমে পরিচালিত হবে। সেই সমস্ত প্রতিটি স্কুলকে এই ল্যাপটপ প্রদান করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। দপ্তরের জন্য ৬ টা, ব্লক রিসোর্স পার্ষনদের এই ল্যাপটেপ প্রদান করা হবে বলে জানান তিনি। নড়সিং গড় ব্লাইন্ড স্কুলের জন্য তিনটি ল্যাপটপ প্রদান করা হবে বলে জানান তিনি। মোট ৩৪৮ টি ল্যাপটপ দপ্তর থেকে ধারাবাহিক ভাবে প্রদান করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?