স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ আগস্ট।। দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ এক বাইক র্যালির আয়োজন করা হয়।
উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে পতাকা নেড়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই বাইক র্যালির সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা তার ভাষণে বলেন, দেশের প্রধানমন্ত্রীর মার্গদর্শনে সমগ্র দেশে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে।
রাজ্যেও প্রতিটি বাড়িতে ১৩-১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান কর্মসূচি শুরু হয়েছে। যাঁদের আত্মবলিদানে দেশ স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচিগুলির মাধ্যমে মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। ১৩-১৫ আগস্ট রাজ্যের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফলরূপ দেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও মহকুমা শাসক অসীম সাহা উপস্থিত ছিলেন।