স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বিগত কিছু দিন আগে নিট ও জি ই ই- পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় এ বি ভি পি-র পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো হয়েছিল। এম বি বি কলেজে পরীক্ষার জন্য হেল্প ডেস্ক বসানোর জন্য ব্যবস্থা করা হয়। তাঁর জন্য এম বি বি কলেজের অধ্যক্ষার কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু কলেজের অধ্যক্ষা কোন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। ২০১৭ সালে বি বি এম কলেজে থাকাকালীন এই অসহযোগিতা করেন তিনি।
অথচ দেশদ্রোহী ছাত্র সংগঠন এলে তাদের কলেজের ক্যাম্পাসের বাইরে থেকে বরণ করে নিয়ে আসছেন। কিন্তু এ বি ভি পি-র পক্ষ থেকে ছাত্রদের স্বার্থে কোন সেবা মূলক কাজের অনুমতি চাইতে গেলে সেই অনুমতিতে কর্ণপাত করেন না অধ্যক্ষা। বৃহস্পতিবার এ বিভি পি-র পক্ষ থেকে মেমোরান্ডাম জমা দেওয়া হয়। সেই মেমোরান্ডাম নাকোচ করে দেন অধ্যক্ষা। এর পরেই এ বি ভি পি-র পক্ষ থেকে তাদের বক্তব্য শোনার দাবিতে চলে ঘেরাও কর্মসূচী। এই ঘেরাও চালিয়ে যাওয়ার কথা জানান এম বি বি কলেজের এ বি ভি পি-র কার্যকর্তা সৌরদ্বীপ সাহা।