স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। আইকর প্রদানকারী নয় এমন পরিবারগুলিকে মাসিক ৭,৫০০ হাজার টাকা নগদ প্রদান করা, বেকার ভাতা প্রদান করা, রেগার কাজের মজুরি বৃদ্ধি করা ও ২০০ দিন কাজের ব্যবস্থা করা, বর্তমান কোভিড পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধাদের ৫০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা সহ ৩৫ দফা দাবিতে বুধবার প্যারাডাইস চৌমুহনিস্থিত সিটি সেন্টার সম্মুখে এ আই টি ইউ সি, এ আই সি সি টি ইউ, টি ইউ সি সি, ইউ টি ইউ সি এবং সি আই টি ইউ যৌথ উদ্যোগে প্রতিবাদ দিবস পালন করা হয়। উপস্থিত সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি বলেন সরকার শ্রমিকদের বিরুদ্ধে বেশ কিছু বিল পাস করে নিয়েছে। এতে শ্রমিকদের মজুরি এবং ছাঁটাই সবকিছুই মালিকদের হাতে চলে গেছে। এবং কৃষি নিয়ে দুটি বিল পাস করেছে রাজ্যসভায়। এতে কৃষকদের বিপাকে পড়তে হবে। সরকার যাতে সেই বিলগুলি সহসাই প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করে। এবং দেশে বেকার সমস্যার চরম আকার ধারণ করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও বেকার ভাতা চালু করতে হবে। নয়তো বেকারদের অনাহারে মৃত্যু হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন যতদিন না পর্যন্ত সরকার জনস্বার্থে দাবিগুলো পূরণ করবে ততদিন এ ধরনের আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। সংসদীয় গনতন্ত্র আক্রান্ত বলে জানান তিনি।
এদিন প্রতিবাদ কর্মসূচীর আগে একটি মিছিল সংগঠিত করা হয়। রাস্তার পাশে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতীবাদে সামিল হয় চারটি বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতা ও সমর্থকেরা। আগামী ২৫ সেপ্টেম্বর দেশ ব্যাপী কৃষকদের ডাকা আন্দোলনে তারাও সমর্থন জানাবে বলে জানান সিট্যু রাজ্য সভাপতি মানিক দে।