স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ সেপ্টেম্বর।। বর্তমান করোনা কালে যে, সাধারণ অংশের মানুষ খুব একটা ভালো নেই তার প্রমাণ কিন্তু অহরহ মিলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আবারো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে সাবরুমের বছর ৬০ এর এক বৃদ্ধ।ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে সাত মাস পূর্বে ভিলেজ ডোয়েল গ্রোপ নামে একটি ফাইন্যান্স কোম্পানি থেকে ৪০ হাজার টাকার ঋণ নেন সাবরুম মানিকগড়ের ৪ নং বাসিন্দা রঞ্জিত চক্রবর্তীর স্ত্রী অপর্ণা চক্রবর্তী।তারা জানায় লকডাউন এর মাঝেও এনারা ঋণ পরিশোধ করে গেছেন।জানা যায়, রঞ্জিতবাবুর ছেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন।
কিন্তু রঞ্জিতবাবুর ছেলে অর্থাৎ পরিবারের একমাত্র উপার্জক করোনা আক্রান্ত হওয়ায় এই সপ্তাহে এনারা ঋণ পরিশোধ করতে পারবেন না এই বিষয়টি ফাইন্যান্স কর্মকর্তাদের জানান।অভিযোগ গত ২১ তারিখ অর্থাৎ সোমবার ভিলেজ ডুয়েল গ্রুপের ম্যানেজার বাড়ি গিয়ে রঞ্জিতবাবু এবং ওনার স্ত্রীকে অভদ্র ভাষায় গালিগালাজ করেন এবং কিস্তি পরিশোধ করতে চাপ সৃষ্টি করেন।যার ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে রাতেই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।পরে এলাকাবাসীদের সাহায্যে উনাকে সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উনার শারীরিক অবস্থা বেগতিক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়।বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।