স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ সেপ্টেম্বর।। বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের রাধানগর এলাকায় ১৮ কানি জমিতে গাঁজার চারা ধ্বংস করে দিয়েছে মধুপুর থানার পুলিশ।সংবাদ সূত্রে জানা গেছে মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনী কমলাসাগর বিধানসভা কেন্দ্রের রাধানগর গাও সভায় গাজা বিরোধী অভিযানে যান।গাজা বিরোধী অভিযান চালাতে গিয়ে ১৮ কানি জমিতে গাজার চারা ধ্বংস করে দেওয়া হয়।এই সংবাদ দিয়ে মধুপুর থানার ওসি তাপস দাস জানিয়েছেন মোট ২লক্ষ ৪০ হাজার হাজার চারা ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ওসি তাপস দাস আরো জানান কমলপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণে গাঁজা চাষ হচ্ছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে গাজা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য গাঁজা চাষ আইনবিরোধী হলেও একাংশের মানুষ অতি মুনাফার লোভে গাঁজা চাষ অব্যাহত রেখেছে।উল্লেখ করা যেতে পারে রাজ্যে উৎপাদিত গাজা রাজ্যের সীমানা পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছে। গত কয়েক বছর ধরে রাজ্যে গাঁজা চাষের প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
গাঁজা চাষ বন্ধ করার জন্য পুলিশ বনদপ্তর এবং আবগারি দপ্তর তৎপরতা অব্যাহত রেখেছে।উল্লেখ্য গত দুবছর ধরে গাছা বিরোধী অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা পাচারকালে আটক করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করল গাঁজা চাষ বন্ধ করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। এর মূল কারণ হলো গাঁজা চাষ করে এ রাজ্যের বহু মানুষ অধিক মুনাফা অর্জন করে চলেছেন। গাঁজা চাষ বন্ধ হলে রাজ্যের অর্থনীতির ওপর আঘাত আসবে বলেও এই অংশের মানুষজন মনে করেন।কম পরিশ্রমে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে বেআইনি ঘোষিত সত্বেও রাজ্যের বিভিন্ন এলাকায় গাঁজা চাষ বেপরোয়াভাবে চলেছে।