স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য শিক্ষা ও গবেষণা পর্ষদের সহযোগিতায় এ বছরের সুপার-৩০ নির্বাচনী পরীক্ষা- ২০২২ আজ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের ২৫টি পরীক্ষা কেন্দ্রে সুপার-৩০ নির্বাচনী পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়।
এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১,৩৪৫ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই নির্বাচনী পরীক্ষার মেধাতালিকা অনুযায়ী ৩০ জন যোগ্য শিক্ষার্থীকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুপার-৩০ প্রকল্পটি চালু হয়েছে যাতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রাজ্যের বাইরে তাদের পছন্দভিত্তিক জাতীয়স্তরে খ্যাত কোচিং প্রতিষ্ঠান থেকে দুই বছরের জেইই / এনইইটি প্রস্তুতির জন্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
এই প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি, সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ত্রিশজন মেধাবী শিক্ষার্থীকে সুপার থার্টি নির্বাচনী পরীক্ষার মেধাতালিকা অনুযায়ী নির্বাচন করা হয়।
যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক আয় বার্ষিক ৮ লক্ষ টাকার নিচে, তারা ১০০ পয়েন্ট সংরক্ষণ নিয়ম অনুযায়ী এই স্কিমের সুবিধা ভোগ করতে পারে।
এ বছর প্রথমবারের মত দিব্যাঙ্গ শিক্ষার্থীদের জন্য একটি সংরক্ষিত আসন চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের প্রতি বছরে ২ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।