বুথ স্তরের কার্যকর্তারাই সংগঠনের শক্তি, কাকড়াবনে দলীয় সভায় বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩১ জুলাই।। বুথ স্তরের কার্যকর্তারাই সংগঠনের শক্তি। ২০১৮ এর বিধানসভা নির্বাচনের সময় এই কার্যকর্তারাই অক্লান্ত পরিশ্রম করে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করেছেন।

২০২৩ এর বিধানসভা নির্বাচনে এই কার্যকর্তাদেরই মুখ্য ভূমিকা নিয়ে বর্তমান সরকারের বিকাশ মুখী কাজকর্মের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।

কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিগত নির্বাচনে যে আসনগুলোতে আমরা জয়ী হতে পারেনি কার্যকর্তাদের দৃঢ়তা‌ই পাড়ে সেই আসনগুলোতে জয় নিয়ে আসতে।

চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল তার উৎকৃষ্ট উদাহরণ। আজ গোমতী জেলার কাকড়াবন কমিউনিটি হলে, কাকড়াবন মন্ডল আয়োজিত কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

এই সম্মেলনে কার্যকর্তাদের যে উৎসাহ দেখে তিনি বলেন, আমি নিশ্চিত আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এই আসনটিতেও আমরা জয়ী হবো।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?