স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৯ জুলাই।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার গন্ডাছড়ায় অনুষ্ঠিত হল তপশীলি জাতি মোর্চার ধলাই জেলার কার্য্যকারিনী বৈঠক।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, তপশিলী জাতি মোর্চার রাজ্য নেতৃত্ব তথা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভগবান দাস, তপশিলী জাতি মোর্চার ধলাই জেলা কমিটির সভাপতি অনাদি সরকার, রাইমাভ্যালী মন্ডলের সভাপতি সমীররঞ্জন ত্রিপুরা প্রমুখ।
জেলা ভিত্তিক কার্য্যকারিনী বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পঞ্চরতন এ ডি সি ভিলেজের আই টি আই কলেজের অডিটোরিয়াম হল -এ।
উক্ত কার্য্যকারিনী বৈঠকটিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সংগঠনের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উক্ত কার্য্যকারিনী বৈঠকে আসন্ন এ ডি সি ভিলেজ কমিটির নির্বাচনকে এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর উপর জোড় দিয়ে বক্তব্য রাখেন বৈঠকের বক্তারা।
বলা যায় ত্রিপুরা উপজাতি এলাকা স্ব -শাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটির নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রাজনৈতিক কলাকৌশল প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস, সি পি আই এম, এবং বি জে পি। অপরদিকে পাহাড় চষে বেড়াচ্ছে বোবাগ্রার নেতৃত্বে ত্তিপ্রা মোথা দল।