স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুলাই।।
স্বৈরাচারী কেন্দ্র সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজী কে ইডির তলব করার প্রতিবাদে আজ আগরতলাস্থিত গান্ধী মূর্তির পাদদেশে প্রদেশ কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন।
উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সকালে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে সঙ্গে নিয়ে ইডি-র দিল্লির দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া গান্ধী।
বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রায় ৮ ঘন্টা জেরা করেছে ইডি। মঙ্গলবারই সোনিয়াকে দু’দফায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
প্রসঙ্গত, এর আগে গত ২১ জুলাই সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এরপর মঙ্গলবার, ২৬ জুলাই আবারও ইডি-র মুখোমুখি হন সোনিয়া গান্ধী। প্রথম পর্যায়ে সোনিয়া গান্ধীকে প্রায় ২ ঘন্টা ধরে জেরা করেছিল ইডি। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে মঙ্গলবার প্রায় ৮ ঘন্টা জেরা করেছে ইডি।
এদিকে, সোনিয়াকে ইডি-র জেরার প্রতিবাদে বুধবারও গর্জে উঠলেন কংগ্রেস কর্মীরা। সোনিয়াকে সমনের প্রতিবাদে এদিন মুম্বইয়ের বোরিভালি স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সেবাদল কর্মীরা।