স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জুলাই।। আগামী ৫ আগস্ট আগরতলা থেকে দেওঘর এবং ৯ আগস্ট সৎসংঘ দেওঘর থেকে আগরতলা পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী বিষয়টির অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, এই বিষয়ে পূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের কাছেও অনুরোধ জানানো হয়েছিল। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো এক পত্রে উল্লেখ করা হয় যে ঝাড়খন্ডের দেওঘরস্থিত সৎসংঘ আশ্রমে সৎসংঘ কর্মীদের এক সম্মেলন ৫ আগস্ট থেকে শুরু হবে এবং তা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
এই সম্মেলনে রাজ্যের সৎসংঘ কর্মীরা যাতে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ৫ আগস্ট আগরতলা থেকে দেওঘর এবং ৯ আগস্ট সৎসংঘ দেওঘর থেকে আগরতলা পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর জন্য নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারের কাছে অনুরোধ জানানো হয়। সৎসংঘ কর্মীদের ট্রেনে আসা যাওয়ার ব্যয়ভার সৎসংঘ কর্তৃপক্ষ বহন করবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।