স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। রবিবার কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কৃষির উন্নতির উদ্দেশ্যে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তিনটি বিল রাজ্য সভায় পাশ করিয়েছে। এই বিল গুলির উদ্দেশ্য হল জুন মাসে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল তাকে এখন আইনে রুপ দেওয়া। এই বিল নিয়ে সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
এই বিলের মধ্যে রয়েছে প্রত্যেক কৃষকেরই সম্পূর্ণ স্বাধীনতা থাকবে উৎপাদিত ফসল কখন , কার কাছে কি দামে বিক্রি করবে। কৃষি নিয়ন্ত্রিত বাজারের বাইরেও কেউ চাইলে সরাসরি ফসল বিক্রি করতে পারবে। বিক্রিত পণ্য পরিবহনের ক্ষেত্রে কোন আন্ত রাজ্য বিধি নিষেধ থাকবে না। কৃষি নিয়ন্ত্রিত বাজারকে কোন শুক্ল প্রদান করতে হবে না। ই- ট্রেডিং এর মাধ্যমে যে কেউ তাঁর ফসল উচিত মূল্যে বিক্রি করতে পারবে। এই ধরনের একাধিক বিষয় রয়েছে বিলে।
সোমবার ত্রিপুরা বিধানসভায় ত্রিপুরা এগ্রিকালচার প্রডিঊস মার্কেটস বিল পাশ হয়েছে। এর ফলে প্রতিটি কৃষি নিয়ন্ত্রিত বাজার কমিটি গুলি বাজারের নির্দিষ্ট ভৌগলিক সীমার মধ্যে বাজার জাত করণ সম্বন্ধীয় সব বিষয় তদারকি করবেন। এই বাজারের বাইরে অন্য বাজারের কোন নিয়ন্ত্রণ থাকবে না। বিপণন ব্যবস্থার উন্নয়নের জন্য আলাদা করে কৃষি বিপণন অধিকর্তা পদ সৃষ্টি করা হবে।
মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরো জানান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এ পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ২০ হাজার ৯৫২ জন কৃষককে ২২৬ কোটি ৩০ লক্ষ ২২ হাজার টাকার আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের একাউন্টে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই বছর মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা নামে চালু হয়েছে। এবছর এখনো পর্যন্ত ২৮০০ জন কৃষক ৪১ লক্ষ ২৭ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। কোন বিমার আওতাধীন কৃষক যদি প্রাকৃতিক বা অন্য কোন কারনে ক্ষতিগ্রস্থ হন তাহলে দ্রুত ক্ষতি পূরণ পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে কৃষি দপ্তর সচেষ্ট আছে।
কৃষি ক্ষেত্রে একাধিক সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এই বিল পাশের মধ্যে দিয়ে কৃষকরা লাভবান হবে বলে জানান তিনি। অর্থ নৈতিক দিক থেকে শক্তিশালী হবে বলেও জানান তিনি। সরকার কৃষকদের নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করার জন্য সহায়তা প্রদান করবে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।