সাতসকালে কেরলে আরএসএস কার্যালয়ে বোমা বিস্ফোরণ, উদ্বিগ্ন সংঘ পরিবার

অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। বিস্ফোরণের শব্দে চমকে গেলেন আরএসএস কার্যালয়ের আসে পাশে থাকা বাসিন্দারা। মঙ্গলবার সকালেই কেরলে কান্নুর সংঘ (RSS) কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

কান্নুর জেলার পায়ান্নুরের আরএসএস কার্যালয় হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।বিস্ফোরণের জেরে ওই বাড়ির জানালার কাঁচ ভেঙেছে। তদন্তে নেমেছে পায়ান্নুর পুলিশ।
সিপিআইএম নেতৃত্বে কেরলে টানা দুবার এলডিএফ সরকার চলছে।

দেশে একমাত্র এই রাজ্যেই বামপন্থীরা সরকারে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বের ইউডিএফ। কেরলে সংঘ পরিবারের শাখা শক্তিশালী করার জন্য সংগঠনটির নেতারা মরিয়া। সংঘের রাজনৈতিক শাখা বিজেপির তেমন শক্তি এখনও নেই কেরলে।

তবে সম্প্রতি বিজেপির জাতীয় স্তরের বৈঠক থেকে কেরল, পশ্চিমবঙ্গে সংগঠনের কর্মীরা আক্রান্ত বলে বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়। সিপিআইএম শাসিত কেরলে আরএসের সঙ্গে সংঘর্ষ হয়েই থাকে। দুপক্ষ পরস্পরের উপর হামলায় অভিযুক্ত।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?