সিরিয়ালের সেই ছোট্ট অভিনেত্রীর ভিডিওগুলিতে বয়ে গেছে কমেন্টের বন্যা

অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। টেলিভিশনের ধারাবাহিকগুলি বিভিন্ন গল্প নিয়ে তৈরী। আর তার মধ্যেই বেশ কিছু চরিত্র ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আর তাদের জনপ্রিয়তা এতটাই বেশি হয় যে ধারাবাহিক শেষ হয়ে গেলেও বছরের পর বছর ধরে মানুষ তাদেরকে মনে রাখে। এরকমই একটি ধারাবাহিক হল ‘পটল কুমার গানওয়ালা’।

সিরিয়ালের ছোট্ট পটলের চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আজও দর্শকেরা মনে রেখেছেন পটলের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হিয়া দে-কে। সিরিয়ালের সেই ছোট্ট অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের।আর বর্তমানের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হল সোশ্যাল মিডিয়া।

তাই আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় নানান অ্যাক্টিভিটির মাধ্যমে সকলেই ভাইরাল হতে চায়। কেউ গান গেয়ে, কেউ নাচ করে, কেউ বা অঙ্কন প্রদর্শনের মাধ্যমে।অভিনেতা অভিনেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হওয়ার দৌড়ে নেমেছেন। তারা নানান রিল ভিডিও বানিয়ে ভক্তদের সাথে শেয়ার করেন নেট দুনিয়ায়।

ঠিক একইরকম ভাবে হিয়াও নিজের নাচের ভিডিও, রিল ভিডিও ইত্যাদি সকলের সাথে শেয়ার করেন। কিন্তু সেখানে একটাই মুশকিল। এইসব ভিডিওতে অনেক প্রশংসা পাওয়া গেলেও মাঝেমধ্যে কটাক্ষের বাণেও বিদ্ধ হতে হয়। তবে, কটাক্ষে সেভাবে কান দেন না অভিনেত্রী, তা তিনি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

ট্রেন্ডিং গানের পাশাপাশি নানান ইংলিশ গানে নাচের ভিডিওতে অভিনেত্রী হিয়ার মাঝেমধ্যেই দেখা পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আবারও হিয়ার বেশ কিছু গানে রিল ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তার পরনে একটি ব্ল্যাক হট প্যান্ট আর সাদা কালো টপ।

খোলাচুলে এই পোশাক পরে বেশ মজার ছলে নাচছেন এই অভিনেত্রী। ভিডিওগুলিতে বয়ে গেছে কমেন্টের বন্যা। কেউ কেউ তীব্র কটাক্ষ করেছেন তাকে। কেউ লিখেছেন, ‘হিয়ার কি পড়াশোনা নেই? সারাক্ষণই তো নেচে বেড়ান!’ আবার কেউ লিখেছেন, ‘পটল কুমার এখন বড্ড পেকেছে’।

প্রসঙ্গত, পটল কুমার গানওয়ালা থেকে জনপ্রিয় হয়ে হিয়া ফেলনা, আলো ছায়া ইত্যাদি সিরিয়ালেও কাজ করেছেন। এছাড়া নির্ভয়া কাণ্ডের ওপর তৈরী ছবিতেও তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?