শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার রাস্তায় জনগণের সঙ্গ দিলেন প্রাক্তন ক্রিকেটার জয়সুরিয়া

অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। শ্রীলঙ্কায় চলমান গণবিক্ষোভে এবার রাস্তায় এসে জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা দিলেন দেশটির বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। কয়েকদিন ধরেই টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করে আসছিলেন জয়সুরিয়া। টুইটে তিনি লেখেন, কোনো ব্যর্থ নেতাকে প্রত্যাখ্যান করার জন্য তার দেশকে কখনো এতটা সঙ্ঘবদ্ধ হতে দেখেননি।

জয়সুরিয়া টুইটারে আরও লেখেন, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে সবসময় দাঁড়ানোর জন্য আমি তৈরি। খুব তাড়াতাড়ি জয়ের উচ্ছ্বাসে মাতব। কোনো হিংসা ছাড়া সেটা হোক, এটাই চাই আমি’। তার পরেই আর একটি টুইটে প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে লেখেন, ‘দখল সম্পন্ন হয়েছে। আপনার রাজত্ব শেষ হয়ে গিয়েছে। মানুষের শক্তি অবশেষে জয় পেয়েছে। এবার অন্তত আপনি পদত্যাগ করুন’।

টানা বিক্ষোভের একপর্যায়ে শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। এর পরই সাধারণ জনতা বাসভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এদিন রাজাপাক্ষের সরকারি বাসভবন কয়েক হাজার বিক্ষোভকারী ঘিরে ফেলে।

তাদের দাবি, গ্রেপ্তার করতে হবে রাজাপাকসেকে। এ সময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে রাজাপাক্ষে বাসভবন থেকে পালাতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

রাস্তায় এসে জনগণের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে গোতাবায়ার বিরুদ্ধে নানা কথা বলেন জয়সুরিয়া। এ সময় অনেকের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। প্রসঙ্গত, ১২ বছর আগে রাজনীতিতে যোগ দেন সনাৎ জয়সুরিয়া।

মাহিন্দা রাজাপাক্ষের নেতৃত্বাধীন ইউএফপিএ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। ২০১৫ সালে সংসদ ভেঙে দেয়ার পর আর ভোটে লড়েননি তিনি। তবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যেই কথা বলতে দেখা যায় তাকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?