অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। আগামীকাল ১১ জুলাই পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
২০১৭ সালে অর্থ লেনদেন সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার জন্য মালিয়াকে সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছিল। পাঁচ বছরের সাজা নিয়ে আলোচনা করতে মালিয়া বা তাঁর পক্ষে কোনো আইনজীবী হাজির হননি। গত ১০ মার্চ আদালত রায় সংরক্ষণ করেন।
গত ১০ ফেব্রুয়ারি আদালত বিজয় মালিয়াকে তাঁর মামলা উপস্থাপনের শেষ সুযোগ দিয়েছিল। ২৪ জানুয়ারী আদালত জানিয়েছিল, দোষীকে প্রত্যর্পণ করা উচিত কি না, সাজার সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করা হবে না। তাঁর আইনজীবীর মাধ্যমে মামলা উপস্থাপন করতে পারবেন।
আদালতকে সহায়তা করার জন্য প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্তাকে অ্যামিকাস হিসেবে নিয়োগ করেছিল আদালত। শুনানির সময় বিদেশ মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানিয়েছে, মালিয়ার প্রত্যর্পণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে বিজয় মালিয়ার রিভিউ পিটিশন ২০২০ সালের ৩১ আগস্ট খারিজ হয়ে যায়। বিজয় মালিয়ার উপস্থিতি নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে আদালত।