স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৯ জুলাই।। হুড়মুড়িয়ে গাড়ির উপর ভেঙে পড়লো গাছ। অল্পেতে রক্ষা পেল পথ চলতি মানুষ। এই দুর্ঘটনার জন্য ব্যবসায়ী সমিতির গাফিলতিকেই দায়ী করলো ব্যবসায়ীরা।
প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমা সদরের সব্জি বাজারের মূল রাস্তার পাশে প্রয়াত ব্যবসায়ী সন্তোষ সাহার দোকানের সামনে একটি বেশ বড়সর গাছ দীর্ঘদিন যাবত অনেকটা কাত হয়ে বিপদগ্রস্ত অবস্থায় ছিল।
বিপদগ্রস্ত গাছটির আশপাশের ব্যবসায়ীরা গাছটিকে কাটার জন্য বারবার গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের জানানোর পরও কোন পদক্ষেপ গ্রহণ করেনি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। ফলে যেকোনো সময় যে একটা দুর্ঘটনা ঘটবে সেই আশংকাতে দিন কাটাচ্ছিল ব্যবসায়ীরা।
ঘটলো তা। শনিবার সকাল নয়টা নাগাদ দোকানপাট ছিল সবই ছিল খোলা। লোক চলাচল ছিল রাস্তায়। ঠিক তখনই টি আর ০৪ সি -১৮১৮নম্বরের একটি বোলেরো ট্রাক বাঁশের বোঝাই নিয়ে আসতে দেখে পথ চলতি মানুষ বিপদগ্রস্ত গাছের নিচ থেকে সরে গিয়ে গাড়িটিকে সাইড দিয়ে দেন।
এমন সময় বাঁশের বোঝাই গাড়িটি গাছের নিচে আসতেই হুরমুর করে বিকট শব্দে গাছটি ভেঙে গাড়িটির উপরে পড়ে। বাঁশের লোড থাকায় গাড়িটির তেমন কোন ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি না আসলে গাছটি ভেঙে পথ চলতি মানুষের উপর পড়ে বেশ বড়সর দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার জন্য গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির গাফিলতিকেই দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন বহু ব্যবসায়ী।