স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। সংগঠন একত্রিত শক্তি, আর এই একত্রিত শক্তি যখন এক মুখী হয়ে বের হয়, তখন শক্তির বহিঃপ্রকাশ ঘটে। বিজেপির শক্তি রয়েছে, কিন্তু পৃথক পৃথক ভাবে শক্তি প্রকাশ করা হলে সাংগঠনিক শক্তি প্রকাশিত হবে না।
সাংগঠনিক শক্তির একটা কাঠামো রয়েছে। সেই কাঠামোর মধ্যদিয়ে প্রকাশ করতে হবে শক্তির। সাংগঠনিক যে ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে শক্তির প্রকাশ করা হলে, তবেই মণ্ডলের মূল নেতৃত্বের মাধ্যমে তা হয়। কেউ যদি মনে করে সে নিজে বেশি বুদ্ধিমান, তাহলে তার পতন শুরু। সংগঠনের মধ্যে কেউ যদি মনে করে সে বুদ্ধি মান, তাহলে তা সংগঠনের মধ্যে প্রকাশ করতে হবে।
তারপর একমুখী হয়ে তার প্রকাশ করতে হবে। তবেই সংগঠন শক্তিশালী হয়। শনিবার বিজেপি ৯ বনমালিপুর মণ্ডলের কার্যকারীনি বৈঠকে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।রাজধানীর মডার্ন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এইদিনের বৈঠকে প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য তথা মন্ত্রী রতন লাল নাথ বলেন বিজেপি দল একটা সুসংগঠিত দল।
প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠকের ৭ দিনের মধ্যে জেলা কমিটির কার্যকারিণী বৈঠক করতে হয়। জেলা কার্যকারিণী বৈঠকের ৭ দিনের মধ্যে মণ্ডলের কার্যকারিণী বৈঠক করতে হয়। তার অনেক গুলি কারন রয়েছে। বর্তমান সরকার যে উন্নয়ন মুখী প্রকল্প গুলি হাতে নিয়েছে, সেইগুলির প্রচার শুধু সরকার করবে এমন নয়।
এই প্রকল্প গুলি সম্পর্কে মানুষকে অবগত করার ক্ষেত্রে জেলা কমিটি, মণ্ডল কমিটি গুলিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।এইদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডঃ অলক ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।