স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুলাই।। আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। আজ বিকেলে খার্চির চতুর্দশ দেবতার স্নান যাত্রা অনুষ্ঠিত হয়।
এই স্নান যাত্রা অনুষ্ঠানে চতুর্দশ দেবতার পূজারীগণের সাথে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য ও বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার নন্দী অংশগ্রহণ করেন।
হাওড়া নদীর স্নানঘাটে প্রতিবছরের মতো এবারও পূজার সমস্ত আচার অনুষ্ঠান মেনে আনুষ্ঠানিকভাবে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীও এই স্নান যাত্রা উৎসাহের সাথে উপভোগ করেন এবং এই স্নান যাত্রায় অংশ নেন।