স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সময়মতো প্রয়োজনীয় পরিষেবা সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকার রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন অর্থাৎ আগামী ২১ শে সেপ্ঢেম্বর একটি নতুন বিল ‘দ্য ত্রিপুরার গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন ২০২০’ পেশ করবে৷
আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেছেন যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, ত্রিপুরার সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে পিআরটিসির মতো বিভিন্ন ২৪ টি শংসাপত্র সরবরাহের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি বিভিন্ন বিভাগের এসসি, এসটি, ওবিসি, জমির রেকর্ড, সুকল শংসাপত্র ইত্যাদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করা হবে৷
তিনি বলেন, বিভিন্ন বিভাগে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি-আইপিএফটি সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখায়৷