তেলিয়ামুড়ার বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দার শেষনিঃশ্বাস ত্যাগ করলেন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া , ১৮ সেপ্টেম্বর।।না ফেরার দেশে চলে গেলেন তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক তথা খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার সম্পাদক পবন পোদ্দার। শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার স্ত্রী ও এক পুত্র সন্তান সহ বহু গুণমুগ্ধ আত্মীয় পরিজন রেখে গেছেন।

জানা যায়, তিনি প্রায় ১৭ থেকে ১৮ দিন ধরে সর্দি, জ্বর , কাশিতে ভুগছিলেন। সেইমতো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতে ছিলেন তিনি। কিন্তু অবস্থার তেমন উন্নতি ঘটেনি চিকিৎসায়। শুক্রবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার নিজ বাড়িতে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করেন। রিপোর্ট আসে নেগেটিভ। এতে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই জেলার সংবাদ জগতের কর্মীরা গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য রাজ্যের একটি প্রভাতী দৈনিকে প্রয়াত সাংবাদিক দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে জড়িত ছিলেন। কোন কোন সময় খোয়াই জেলার বিভিন্ন সংবাদকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করতেন সংবাদের স্বার্থে। পরবর্তী সময়ে তার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের সামনে আনা হলে প্রেসক্লাবের সম্পাদক , ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত সাংবাদিক পবন পোদ্দারকে।

তাঁর মৃত্যুর খবর শুনে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা নীতিন কুমার সাহা, প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায় সহ আরও অনেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিন তেলিয়ামুড়া মহকুমা প্লেস ক্লাবে প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারকে পুষ্পস্তবক দিয়ে সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান।

এদিন মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মাও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান ।পড়ে তেলিয়ামুড়া মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত খোয়াই জেলার সাংবাদিক মহল। শোকাহত সমগ্র তেলিয়ামুড়াবাসী। এদিকে প্রয়াত সাংবাদিক পবন কুমার পোদ্দারের প্রয়াণে সোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?