স্টাফ রিপোর্টার, আমবাসা,২ জুলাই।। ভারত সরকারের অর্থ দফতরের রাজ্যমন্ত্রী পঙ্কজ চৌধুরি ধলাই জেলায় বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন। দিলেন প্রয়োজনীয় নির্দেশ। শনিবার। ধলাই জেলা শাসক অফিসের কণফারেন্স হলে।
এদিন শ্রী চৌধুরি রাজ্য সরকারের খাদ্য ও জনসংভরণ দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব এবং স্থানীয় বিধায়ক ও আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অর্থানূকূল্যে চলা বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।
এর আগে তিনি একটি ওয়েলনেস সেন্টার এবং একটি বিদ্যালয় সহ কয়েকটি কাজ পরিদর্শন করেন। এর পর তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে শ্রী চৌধুরি বলেন, “এই জেলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের টাকায় যে সকল কাজ চলছে তা খতিয়ে দেখতে এদিনের বৈঠক। কাজের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক হলেও কয়েকটি ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি দেখা গেছে। এই ঘাটতি দূর করতে আমি, মাননীয় মন্ত্রী এবং বিধায়করা প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন”।