স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। আগরতলা বড়দোয়ালিস্থিত বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকার দীপালি দেব’র অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৭ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে তিনি পুলিশে অভিযোগ করেছেন।
পুলিশে অভিযোগ দায়ের করার পর ওই গ্রাহকের মেয়ে জানিয়েছেন বন্ধন ব্যাঙ্ক থেকে কল করে বলা হয়েছে যে একটি ওটিপি দেওয়ার জন্য। ওটিপি দেওয়ার পর চারবারে ১ লাখ ১৭ হাজার টাকা গায়ের হয়ে যায়।
বন্ধন ব্যাঙ্ক আগরতলা শাখার ওই গ্রাহক বিষয়টি জানার জন্য গেলে ব্যাঙ্ক কতৃপক্ষের তরফ থেকে কোন সহযোগিতা করা হয়নি। এমনকি কোন অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে তার কোন তথ্য দেওয়া হচ্ছে না।
ব্যাঙ্ক কতৃপক্ষের ভূমিকা সন্দেহজনক মনে হওয়ায় ওই গ্রাহক পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে বন্ধন ব্যাঙ্কের বিরুদ্ধে।