স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। আর্থিক দিক থেকে কেউ দুর্বল থাকলে তারা পশু পালনের মাধ্যমে স্বনির্ভর হতে পারেন। ইতিমধ্যে অনেকেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন অনেকেই প্রানী পালনের মাধ্যমে। যারা এই ক্ষেত্রে আগ্রহী তাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। যার মাধ্যমে প্রানী পালন করতে পারবেন তারা। মন থেকে কোন কাজ করলে তার সাফল্য আসবেই।
এই ক্ষেত্রে রাজ্যবাসীর কাছে আহবান জানান যারা উদ্যোগী তারা প্রানী পালনে এগিয়ে আসুন। সরকারী ভাবে যা করা প্রয়োজন তা করা হবে। শুক্রবার গান্ধীগ্রামস্থিত প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ফার্মে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে এই আহবান জানান মন্ত্রী শান্তনা চাকমা।
ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী। একই সঙ্গে ফার্মের ভেতর বৃক্ষ রোপণ করেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ষ্টেট পোলট্রি ফার্মে এদিনের অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন।