স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। বিধানসভা অধিবেশনকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় বিএসি মিটিং। বিধানসভার কনফারেন্স হলে এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ সহ বিএসি কমিটির সকল সদস্য সদস্যা।
বিধানসভার অধিবেশনে কি কি বিজনেস থাকবে, কত দিনের জন্য এই অধিবেশন বসবে, এই সকল বিষয় ঠিক করার লক্ষ্যে এইদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এইদিনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিরোধী বিধায়করা। যে সকল বিজনেস এইবারের অধিবেশনে থাকবে, সেগুলির সাথে সহমত হতে পারেনি বিরোধী বিধায়করা। তাই তারা ওয়াকআউট করেছে বলে জানান বিধায়ক তপন চক্রবর্তী।
এইদিকে বৈঠক শেষে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান ৬ মাসের মধ্যে বিধানসভার অধিবেশন করার নিয়ম রয়েছে। তাই ১ দিনের জন্য ২১ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন বসবে। তবে অধিবেশনে তেমন কোন নতুন বিল আনা হবে না। অধিকাংশ সংশোধনী বিল রয়েছে।
এই বিল গুলি সংশোধন করতে হবে। তবে এইদিনের বৈঠক থেকে বিরোধী বিধায়করা কেন ওয়াকআউট করেছে সেই বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান বিরোধী বিধায়কদেরকেও বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হবে। তারা অধিবেশনে উপস্থিত থাকলে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে।