অনলাইন ডেস্ক, ৩০ জুন।। ক্রিকেটের এখন আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে টি-টোয়েন্টি। তবে পিছিয়ে নেই টেস্ট ক্রিকেটও। সাদা পোশাকের ক্রিকেটকে আরও ‘রঙিন’ করতে বেশ কিছু সংযোজন ঘটেছে ইতোমধ্যে।
কয়েক বছর ধরে চলছে ‘দিবারাত্রি’র টেস্ট। যেখানে লাল বলের পরিবর্তে খেলা হয় গোলাপি বলে। এবার নতুন আরেকটি পদক্ষেপও নেওয়া হলো টেস্টে ক্রিকেটে। অবশ্য কোনো নিয়ম কানুন পাল্টাচ্ছে না। সম্প্রচারে যোগ হচ্ছে বাড়তি একটা ক্যামেরা।
মাঠের খেলাকে টিভি পর্দায় আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে এই পদক্ষেপ। ভাবুন তো, এই ক্যামেরা যদি থাকে কোনো ফিল্ডারের শরীরে! অবাক হওয়ার বিষয় হলেও তাই হচ্ছে। আর তাও এজবাস্টনে শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট থেকে এই নতুন অভিজ্ঞতা পাবেন দর্শকেরা। যাতে করে নতুন এক লাইভ টিভি অভিজ্ঞতা পাওয়া যাবে।
ইতোমধ্যে ফিল্ডারের গায়ে ক্যামেরা থাকার বিষয়টি অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত শর্ট লেগ ফিল্ডারের হেলমেটে এই ক্যামেরা লাগানো থাকবে। ‘হেড-মাউন্টেড’ নামের এই ক্যামেরা যুক্ত থাকবে সম্প্রচার প্রযুক্তির সঙ্গে।
বার্মিংহাম টেস্টের প্রাক্কালে বিষয়টি নিয়ে কথা বলেন স্কাই স্পোর্টসের জ্যেষ্ঠ প্রযোজক রবিন রিভ, ‘টেস্ট ম্যাচের মাঝখানে দর্শকদের অনন্য দৃষ্টিভঙ্গি দেওয়ার উদ্দেশ্যে এটি করা হচ্ছে। ’প্রথম যাকে এই ‘হেড-মাউন্টেড’ ক্যামেরা নিয়ে ফিল্ডিং করতে দেখা যাবে তিনি ইংল্যান্ডের ওলি পোপ। শর্ট লেগে দাঁড়ান তিনি। পোপের হেলমেটে থাকবে এই বিশেষ ক্যামেরা। ইতোমধ্যে তার পরীক্ষাও হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) এজবাস্টনে ইংলিশদের নেট অনুশীলনের সময় এই ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও করতে দেখা গেছে। স্কাই স্পোর্টসের কর্মকর্তারা জানিয়েছেন, হেলমেটে ক্যামেরা নিয়ে ফিল্ডিংয়ের বিষয়টি কেবল বোর্ডই অনুমোদন দেয়নি, ইংল্যান্ড দলের অধিনায়ক ও কোচও সায় দিয়েছেন।