অনলাইন ডেস্ক, ৩০ জুন।। একের পর এক চোট, র্যাঙ্কিংয়ের অবনতি সত্ত্বেও হার না মানা চরিত্রের জন্য অ্যান্ডি মারে যে কারও জন্য উদাহরণ হয়ে থাকবেন সব সময়। এই দশকে টেনিসের চার সেরা তারকা ‘বিগ ফোর’-এর একজন ছিলেন তিনিও। কিন্তু সাম্প্রতিক সময়ে মারে যেন নিজেকে হারিয়ে খোঁজা এক নাম।
এবার উইম্বলডন থেকেও বিদায় নিলেন দ্রুত। দুইবারের চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা হেরেছেন দ্বিতীয় রাউন্ডে। পেরে ওঠেননি আমেরিকার জন ইসনারের বিপক্ষে চার সেটের লড়াইয়ে। তবে হারলেও এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৫ বছর বয়সী তারকা।
খেলতে চান পরের বছরের উইম্বলডনেও। এর আগে ১৩ বারের চেষ্টায় কখনো তৃতীয় রাউন্ডে পৌঁছাতে ব্যর্থ হননি মারে। ২০০৫ ও ২০২১ সালে সর্বশেষ তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েন তিনি। আর উইম্বলডন জেতেন ২০১৩ ও ২০১৬ সালে।
তবে এবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও হতাশ হন মারে, ‘যদি শারীরিকভাবে আমি ভালো থাকবি, তবে আমি খেলা চালিয়ে যাব। তবে সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শরীরকে ঠিক রাখা সহজ নয়।
’উইম্বলডন থেকে দ্রুতই বিদায় নিয়েছেন আরেক ব্রিটিশ তারকা এমা রাদুকানু। ১৯ বছর বয়সী তারকা হেরেছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে। ২০২১ সালে ইউএস ওপেন জেতেন ব্রিট কন্যা।