স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।।রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম ভুবনবন এলাকায় গত দুদিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন এলাকার মানুষজন।স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করে কোন ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী গুরুতর অভিযোগ করেছেন।
এলাকার জনগণ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে পশ্চিম ভবন এলাকায়। এলাকার জনগণ শুক্রবার সকাল থেকে এলাকার পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হন।
বিদ্যুতে গমের কর্মীরা বিদ্যুতের লাইন সারাই করার জন্য এলাকায় গেলে ক্ষুব্ধ জনতা তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলেও জানা গেছে। বিদ্যুৎ বেগমের স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে।
সে কারণেই এলাকায় বিদ্যুৎ নেই।এলাকায় দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই পশ্চিম এলাকায় বিদ্যুতের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এসব বিষয়ে বারবার অভিযোগ জানানোর পরও বিদ্যুৎ নিয়োগ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।অবিলম্বে এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।