অনলাইন ডেস্ক, ২৬ জুন।। অল্পের জন্য প্রাণে বাঁচলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাণসী থেকে হেলিকপ্টারে লখনৌ যাচ্ছিলেন যোগী। তড়িঘড়ি অবতরণ করে যোগীর কপ্টার। তাঁকে নামিয়ে আনা হয়। এরপর বারাণসীর ডিএম রাজ শর্মা জানান, পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল হেলিকপ্টারের ৷ তাতেই বিপত্তি ৷
যোগীর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নামিয়ে আনা হয় হেলিকপ্টার। জেলাশাসক কৌশল রাজ শর্মা জানিয়েছেন, হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বেনারস থেকে লখনৌ যাওয়ার কথা ছিল। কিন্তু আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিতে একটি পাখি ধাক্কা মারে।
যেহেতু হেলিকপ্টার এর ভিতর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাই কোনো ঝুঁকি না নিয়ে পাইলট জরুরি অবতরণের অনুরোধ পাঠান। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী সরকারি বিমানে লখনৌ রওয়ানা হন। শনিবার বারাণসীতে কাশি বিশ্বনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
এছাড়াও সেখানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প এবং সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। শনিবার রাতে বারাণসীতে কাটানোর পর রবিবার তাঁর লখনৌ ফিরে যাওয়ার কথা ছিল। যদিও হেলিকপ্টার বিভ্রাট মিটে যাওয়ার পর তিনি লখনৌ ফিরে গিয়েছেন।
জানা যাচ্ছে এই কপ্টার বিভ্রাটের পর যোগী গাড়ীতে করে ৩২ কিলোমিটার যাওয়ার পর বাবাতপুরের লালবাহাদুর শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বিমানে লখনৌ রওনা দেন।