অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।।ইচ্ছার বিরুদ্ধেই তিনি আরও এক মরসুম বার্সেলোনায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরে রাতারাতি পাল্টে গিয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, আগের সেই প্রাণোচ্ছ্বল মেজাজই চলে গিয়েছে তাঁর। নিজের মতো অনুশীলন করেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা না করে ফিরে যান নিজের বাড়িতে। তাহলে কি তিনি এখনও ক্লাবকর্তাদের অপমান ভুলতে পারেননি?
0
বুধবার প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা খেলে খিরোনার বিরুদ্ধে। ম্যাচের ফল ৩-১। জোড়া গোল মেসির। তার চেয়েও বড় কথা, বক্সের বাইরে থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন। যা অতি বিরল ঘটনা। মেসির সেই গোলের ভিডিও টুইটার রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। তবে জোড়া গোলেও মেসির মধ্যে ছিল না কোনও উচ্ছ্বাস। স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, মেসির এই নির্লিপ্ত ভাবই হয়তো এবার আগ্নেয়গিরির বিস্ফোরণের আকারে ফেটে পড়তে পারে নতুন মরসুমে। তিনি ক্লাবকর্তাদের দুর্ব্যবহারের জবাব মাঠের দুর্দান্ত ফুটবলেই ফিরিয়ে দিতে চান এবং তার পরেই প্রিয় ক্লাবের সঙ্গে বন্ধন ছিন্ন করে বেরিয়ে যাবেন।
মেসির জোড়া গোল ছাড়াও আর একটি গোল করেন ব্রাজিলীয় তারকা কুতিনহো।বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পরেই রোনাল্ড কোমানকে নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে চাপা উষ্মা। বিশেষ করে, লিওনেল মেসির সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা নিয়ে এখনও আলোচনা অব্যাহত। যদিও প্রাক্তন ডাচ তারকা সেই সমস্ত ভাবনা এবং জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোমান বলেছেন, “আমার সঙ্গে তো মেসির কোনও তিক্ততা নেই। ওর সঙ্গে ক্লাবের আধিকারিকদের একটা বিরোধ বেধেছিল। সেটা কেটেও গিয়েছে। লিও এই ক্লাবে খেলার কথাও জানিয়ে দিয়েছে।”তা হলে মেসির সঙ্গে তাঁর সম্পর্ক কি স্বাভাবিক হয়ে গিয়েছে?
কোমান বলেছেন, “বিশ্বের সেরা ফুটবলার এই ক্লাবে খেলে। তার কোচ আমি। মেসির সঙ্গে আমার কোনও দিনই বিরোধ ছিল না। আমি নিজেও ওর অপূর্ব ফুটবলের ভক্ত। আমার কাজ ওকে সামনে রেখে দলকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা। তার জন্য যতটা আলোচনা বা ওর পরামর্শ নেওয়া দরকার, সেটাই আমি করব। এটা নিয়ে মিডিয়া মনগড়া কাহিনি লিখতে চাইলে লিখতেই পারে। আমি কিছু মনে করব না। এই মরসুমটা আমাদের কাছে অগ্নিপরীক্ষা। সেখানে আমাদের সফল হতেই হবে।”