রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮.৫৮ শতাংশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। আজ রাজ্যে ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮.৫৮ শতাংশ।

এরমধ্যে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৩৫ শতাংশ, ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.১৩ শতাংশ, ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ ও ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.১২ শতাংশ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।
বৃহস্পতিবার আগরতলার মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা উনার ভোটাধিকার প্রয়োগ করেন।

তারপর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন নির্বাচনের জয়ী হলেও করে রাজ্যের উন্নয়নে এবং জনগণের জন্য কাজ করবেন পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্যের জনগণ যাতে সঠিকভাবে উনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পাশাপাশি সংবাদমাধ্যমের ওপর আক্রমণের যে সংবাদ এসেছে সে সর্ম্পকে ওনার জানা নেই এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ সেটা জানি মেনে নিতে পারেন না।
৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মন ভোট প্রদান করলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে।

ভোট দিয়ে তিনি   সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন ৬ আগরলার ১২এবং ১৩ নং বুথে লোক জমায়েত করে রাখা হয়েছে কংগ্রেস দলের পুলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কুঞ্জ বন কলোনি এক ভোট দিতে যাবার সময়ে  ভোটারকে ছুরি মারা হয়েছে।

এই বিষয়ে অভিযোগ করার পর পুলিশ গিয়ে জমায়েত লোকদের কে সরিয়ে দিয়েছেন। কিন্তু  তার কিছু সময় পরই আবার জমায়েত হচ্ছেন ভোটার দের কে ভোট দিতে দিচ্ছে না চিনে চিনে লোকদের কে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ  করেন  কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?