আগরতলায় বিভিন্ন হোটেলে বহিরাগতদের অবস্থান, খবর পেয়ে তাড়িয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুন।। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করেই আগরতলা শহরের বিভিন্ন সরকারি হোস্টেল, হোটেল সহ নেতাদের বাড়িতে বিজেপি বহিরাগত দুর্বৃত্তরা আশ্রয় নিয়েছে। খবর পেয়ে পুলিশ হানা দিয়েছে।

জানা গিয়েছে, মানিক দাস, সুশংকর ভৌমিক,অনুপম চক্রবর্তী সহ বিভিন্ন বহিরাগত বিলোনিয়ার বিজেপি নেতাদের আগরতলা হোটেল থেকে বের করে দিয়েছে পুলিশ। প্রসঙ্গত, আগামীকাল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ।

নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে। যাবতীয় প্রস্তুতি চুড়ান্ত। বুধবার সকাল থেকেই ভোট কর্মীরা ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছোতে শুরু করেছে।

বুধবার সন্ধ্যার মধ্যেই ভোট কর্মীরা নিজ নিজ বুথে পৌঁছে যাবে। উপভোটকে সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে এককথায় নজির বিহীন নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। জনগন যাতে নির্ভয়ে তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য শুধু প্রতিশ্রুতিই নয়,প্রয়োজনীয় ব্যবস্হাও গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে জনগনের প্রতি আহবান জানানো হয়েছে, নির্ভয়ে ভোট দেয়ার জন্য। আগামীকাল রাজ্যের ৬ নং আগরতলা, ৮ নং টাউন বড়দোয়ালি, ৪৬ সুরমা তপশিলি সংরক্ষিত এবং ৫৭ যুবরাজ নগর এই চারটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

তার মধ্যে ৬নং আগরতলা ও ৮নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের জন্য উমাকান্ত স্কুল থেকে ইভিএম মেশিন নিয়ে পোলিং স্টেশনে যাচ্ছে ভোট কর্মীরা। উমাকান্ত স্কুলে উপস্থিত রয়েছেন দুই কেন্দ্রের দুই রিটানিং অফিসার ডাঃ শৈলেশ যাদব ও অসীম সাহা। রয়েছেন অবজারভার পার্থসারথি মিশ্রা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?