স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২২ জুন।। আগরতলায় উপনির্বাচনের সন্ত্রাসের আঁচ পড়ল বিলোনিয়াতে। জানা যায় আগরতলায় গিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে অংশ করার অপরাধে এক তৃনমুল কর্মীকে মারধরের অভিযোগ উঠলো শাসক বিজেপি দলের বিরুদ্ধে ।
অভিযোগ কারি আহত তৃনমুল কর্মীর নাম রঞ্জিত দাস । বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের জয়নগর এলাকায় । বাড়ি থেকে ডেকে নিয়ে জয়নগরের বাজার এলাকায় মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী রঞ্জিত দাসর । এই তৃণমূল কর্মী রঞ্জিত দাস একজন পেশায় অটোচালক ।
মারধরের পাশাপাশি অটো নিয়ে রাস্তায় না বের হবারও হুমকি দেয় বলে অভিযোগ বাইক বাহিনীর বিরুদ্ধে । পাশাপাশি অটো নিয়ে রাস্তায় বের হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় আহত তৃনমুল কর্মী । বিলোনিয়া থানাতে মামলা করা হবে বলে জানান তৃণমূলের পক্ষ থেকে ।
আহত তৃণমূল কর্মী বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন জয়নগর বাজারের উপস্থিত লোকজনের সামনে বিজেপি দলের লোকজন আক্রমণ সংঘটিত করলেও বাজারে উপস্থিত কেউ এগিয়ে আসেনি সাহায্যের হাত বাড়াতে । অবশেষে কোনক্রমে বাইক বাহিনীর হাত থেকে পালিয়ে রক্ষা পায় রঞ্জিত দাস ।
তৃণমূল কর্মীর আক্রমণের খবর পেতেই তৃণমূলের নেতাকর্মীরা ছুটে যায় রণজিৎ দাশের বাড়িতে । সেখান থেকে রঞ্জিত দাস কে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনায় বিলোনিয়ার তৃণমূলের নেতৃত্ব রা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।