সতীর্থরা বিস্মিত নয়নে দেখলেন, মাহির ব্যাটে ফিরে এসেছে সেই হেলিকপ্টার শট

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।। শনিবার থেকে শুরু আইপিএল মহারণ। প্রথম দিনেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দলের দ্বৈরথ। তার আগে ফুরফুরে মেজাজে রয়েছেন মঙ্গলবারই অবসরের এক মাস পূর্ণ করা সিএসকে অধিনায়ক। অনুশীলনে সতীর্থরা বিস্মিত নয়নে দেখলেন, মাহির ব্যাটে ফিরে এসেছে সেই হেলিকপ্টার শট। আর মাঠের বাইরে দলের শুটিংয়ে মুখে আঙুল দিয়ে রীতিমতো শিস দিচ্ছেন তিনি।

যা চেন্নাই ভক্তদের ভরসা বাড়িয়েছে।প্রস্তুতি ম্যাচে ধোনির বিধ্বংসী ব্যাটিং এবং অনায়াস ভঙ্গিতে বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ডিন জোন্স জানিয়েছেন, তরুণ প্রজন্মের ক্রিকেটারদের কাছে ধোনি এখনও কতটা শিক্ষণীয় হয়ে উঠতে পারেন, তার প্রমাণ রয়েছে এই পারফরম্যান্সে। তিনি বলেছেন, “মাঠে এবং মাঠের বাইরে ধোনি বরাবর নিয়মানুবর্তিতায় বিশ্বাস করে এসেছে।

সেটা কিন্তু ও সতীর্থদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে। যেটা চেন্নাই সুপার কিংসকে আরও লড়াকু করে তুলেছে। অধিনায়কের অর্থ শুধু মাঠে নেমে দলকে পরিচালনা করাই নয়, দলকে একটা মূল্যবোধের উপরেও প্রতিষ্ঠিত করতে হয়। ধোনি সেই কাজটা নীরবে বছরের পর বছর ধরে করে চলেছে। আমি তাই এবারের আইপিএলে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রাখব সিএসকে দলকেই।”অনুশীলনের ফাঁকেই চলছে দলের শুটিং। সিএসকে-র বিখ্যাত হুইসল পোড়ু ব্র্যান্ডে ধোনির মুখে আঙুল দিয়ে শিস দেওয়ার ছবিও টুইটারে ঝড় তুলে দিয়েছে। দীপক চাহার থেকে পীযূষ চাওলা, সকলেই মেনে নিচ্ছেন ধোনির সাহচর্য তাঁদের মনের সমস্ত জড়তা দূর করে দিয়েছে।

চাওলা বলেছেন, “অধিনায়ক হিসেবে ধোনিকে পাওয়া যে কোনও ক্রিকেটারের কাছে একটা স্বপ্নের মতো। ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে ধোনির কোনও তুলনা হয় না। তার সঙ্গে রয়েছে ম্যাচের মধ্যে মূল্যবান পরামর্শ, যা নিমেষে খেলার রং পাল্টে দিতে পারে। সত্যি বলতে, আইপিএলে ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচটা খেলার জন্য মরিয়া হয়ে রয়েছি। প্রথম ম্যাচ থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?